বগুড়ায় চোরাই সিএনজির খণ্ডিত অংশ উদ্ধার, গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই একটি সিএনজি অটোরিকশার খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার বাদুরতলা গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাসেল (২৭), মো. সাগর প্রামানিক (২৪) ও মো. বেলাল হোসেন (২৭)। তিনজনেরই বাড়ি বগুড়া সদর থানার বিভিন্ন এলাকায়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার।
ডিবির এই কর্মকর্তা জানান , গোপন সংবাদের ভিত্তিতে বাদুরতলা এলাকার আতিকুর রহমান শুভ নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে চোরাই সিএনজির ইঞ্জিনসহ বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল।
আটক রাসেলের বিরুদ্ধে আগে থেকে দুটি এবং সাগরের বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।