বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি এবং ফ্রেন্ডস ইলেভেনের জয়
স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে চলমান ডিএসএ কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুক্রবারের দুটি খেলায় ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি এবং ফ্রেন্ডস ইলেভেন জয় পেয়েছে। প্রথম ম্যাচে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি ৭ উইকেটে রাহুল গ্রুপকে এবং দ্বিতীয় ম্যাচে ফ্রেন্ডস ইলেভেন ৭ উইকেটে হারায় সাতমাথা কিংসকে।
সকালে দিনের প্রথম খেলায় ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে টসে জিতে রাহুল গ্রুপ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১১৯ রান করে। দলের পক্ষে পারভেজ সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া লিটন ২৫ এবং ওয়াসকুরনি ১৮ রান করেন। ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির জয় ৩টি, তাসদিক ২টি এবং দুর্জয় ১টি উইকেট লাভ করেন। জবাবে ওপেনার রিফাতের হার না মানা ৫৯ রানের উপর ভর করে ১৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি। দলের পক্ষে ইলমান ২৬ এবং রবিউল ২৪ রান করেন। ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির রিফাত ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
দিনের অপর ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে ফ্রেন্ডস ইলেভেনের বিপক্ষে সাতমাথা কিংস ৭ উইকেটে ১০৬ রান করে। বাবুনি দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন। ফ্রেন্ডস ইলেভেনের মারুফ ৩টি, রেজভী ২টি, তানভীর ও বাচ্চু ১টি করে উইকেট শিকার করেন। জবাবে রিপনের অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভিত্তি করে মাত্র ১৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফ্রেন্ডস ইলেভেন। রিপনের সঙ্গে ২০ রানে অপরাজিত ছিলেন রুদ্র। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন রিপন।
ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি বিতরণ করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মোস্তফা মোঘল, সাবেক ক্রিকেটার ও সংগঠক মাসুদ পারভেজ জেমস, সাজ্জাদত হোসেন, রোমেল, মোরশেদ মাহবুব সাথীল, জাতীয় নাগরিক কমিটির সংগঠক জোবায়ের আহম্মেদ প্রমুখ।
শনিবার সকাল ৯টায় গাবতলী টাইগার্স বনাম শিববাটি সজীব সংঘ এবং দুপুর ১টায় হেলথ সিটি ইলেভেন স্টার বনাম মালতিনগর ওয়ারিয়র্সের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।