বগুড়ায় দিনদুপুরে ছিনতাই: চাপাতিসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ায় ছিনতাই মামলার মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শহরের কলোনি বটতলা ও সদর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ধারালো চাপাতি ও ছিনতাইকৃত নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—শাজাহানপুর উপজেলার লতিফপুর মধ্যপাড়া এলাকার আজিজ শেখের ছেলে আরিফ শেখ (৩২), চকফরিদ কলোনির আব্দুল খালেক বাদলের ছেলে তারিকুল ইসলাম তারেক (৩১) এবং একই উপজেলার গণ্ডগ্রামের খোরশেদ আলম বুদুর ছেলে মো. জাহিদ।
ডিবি সূত্রে জানা গেছে, গত বছরের ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার চকফরিদ কলোনির ফাতেমা কোর্টেজের সামনে যমুনা গ্যাস সিলিন্ডারের ডিলার মোছা. আম্বিয়া খাতুনের ম্যানেজার মো. তারেকের ওপর অতর্কিতে হামলা চালায় একদল ছিনতাইকারী। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৯ লাখ ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় পরদিন বগুড়া সদর থানায় একটি মামলা হয় (মামলা নম্বর ৫৬, তারিখ ২২/১২/২০২৪, ধারা ৩৯৪ দণ্ডবিধি)।
তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা। ২৪ এপ্রিল বিকেল ৩টা ৫৫ মিনিটে শহরের কলোনি বটতলা এলাকা থেকে আরিফ শেখকে গ্রেপ্তার করা হয়। তার পরিহিত প্যান্টের কোমরের পেছনে লুকানো অবস্থায় ১৫ ইঞ্চি লম্বা একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী ওইদিন রাতেই সদর থানার বিভিন্ন এলাকা থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র ও বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।”
গ্রেপ্তারকৃত আরিফ শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলাও দায়ের করা হয়েছে।