বগুড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫ ২১:০৮ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৫৮১ বার।

বগুড়া গাবতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওরফে ডিও আলম (৫১) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে  নেত্রকোনার মদন উপজেলার বারোটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম বগুড়ার গাবতলী উপজেলার সাঘাটিয়া (পূর্বপাড়া) গ্রামের বাচ্চু প্রাং এর ছেলে এবং গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার।

 

তিনি বলেন, 'জুলাই বিপ্লবের পর থেকেই জাহাঙ্গীর আলম পলাতক ছিল। বিভিন্ন জায়গায় ঘুরে পালিয়ে ছিল। অবশেষে নেত্রকোনায় গিয়ে ধরা পড়ে। তাঁর বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় হত্যা, হত্যাচেষ্টা, মারামারি এবং বিস্ফোরক আইনে মোট তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে বগুড়ায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি।'