বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ মে ২০২৫ ১৫:৪৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৯৪ বার।

বগুড়া বিআরটিএ অফিসে যানবাহন রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে দালালদের দৌরাত্মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।

 

বুধবার দুপুরে দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় কর্মকর্তারা বিআরটিএ অফিসের বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেন।

 

দুদক কর্মকর্তারা জানান, তারা প্রথমে ছদ্মবেশে বিআরটিএ অফিসে যান। তবে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্টভাবে কাউকে শনাক্ত করতে পারেননি। পরে তারা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং অফিস চত্বরে ডিজিটাল নির্দেশনা ঝুলিয়ে দেওয়া ও সচেতনতামূলক লিফলেট বিতরণের পরামর্শ দেন।

 

সংগৃহীত রেকর্ডপত্র যাচাই-বাছাই করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান সহকারী পরিচালক জাহিদুল ইসলাম।