নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের সভাপতি হলেন সুমন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার নন্দীগ্রামে উপজেলা ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত হয়েছেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম সুমন।
গত ৫ মে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম সুমনকে সভাপতি ও আব্দুর রাজ্জাককে বিদ্যুোৎসাহী সদস্য ২ বছরের জন্য মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে সফিউল আলম সুমন বলেন, আমাকে নন্দীগ্রামের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান মনসুর হোসেন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি নিযুক্ত করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর মোঃ আমানুল্লাহ আমান, বগুড়া জেলা বিএনপির সন্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাই ও কাহালু-নন্দীগ্রামে মাটি ও মানুষের নেতা বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন ভাইয়ের প্রতি। সেইসাথে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।