বগুড়ায় ঋণের চাপে গৃহবধুর আত্মহত্যা

কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৫ ১৮:৫০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৩২ বার।

বগুড়ার কাহালুতে ঋণের চাপে সুচিত্রা রাণী (২৮) নামের এক গৃহবধু বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৭ মে) দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। তিনি ওই এলাকার গৌড়চন্দ্রের স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার এস আই শফিকুল ইসলাম। 


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, সংসারে ঋণ থাকায় সুচিত্রা রাণী ঘটনার দিন তার স্বামী  গৌড়চন্দ্রের সাথে ঋণ বিষয়ে ঝগড়া করে। ঝগড়ার পর স্বামী মাঠে কাজ করতে গেলে বাড়ির সকলের অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খান সুচিত্রা। বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাওয়ার পর যন্ত্রণায় ছটফট করতে থাকলে গৌড়চন্দ্রের মা সাধিকা রাণী বুঝতে পেরে সুচিত্রাকে দুপচাঁচিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


এ ব্যাপারে কাহালু থানার এস আই শফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর বিস্তারিত জানানো হবে।