বগুড়ায় ছেলেসহ জামায়াত নেতাকে হাত-পা বেঁধে মারপিট, বাইক-ফোন ছিনতাই

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ মে ২০২৫ ১১:০৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৫৮ বার।

বগুড়ার আদমদীঘিতে পৃথক ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, তার ছেলে ও এক প্রবাসীর ছেলে শিক্ষার্থীকে হাত-পা, মুখ বেঁধে মারপিট করে দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার নসরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

 

ছিনতাইয়ের শিকাররা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, স্থানীয় অন্তহার ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক গোলাম রব্বানী, তার ছেলে স্কুল ছাত্র মনিরুজ্জামান মারুফ (১৩) ও একই গ্রামের প্রবাসী রেজাউল ইসলামের ছেলে শিক্ষার্থী বকুল হোসেন (১৯)।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারি শিক্ষক গোলাম রব্বানী ও ছেলে মনিরুজ্জামান মারুফ পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলার সরদারপাড়ায় আত্মীয় বাড়ি গিয়েছিলেন। কাজ শেষে রাতে তারা মোটরসাইকেলে আদমদীঘি উপজেলার মটপুকুর এলাকার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে নশরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা সেতুর নির্জন এলাকায় পৌঁছেন।

 

 

এ সময় ৭-৮ জনের একদল ছিনতাইকারী রশি দিয়ে তাদের পথরোধ করে। তাদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে বেধড়ক মারপিট করে। এরপর মোটরসাইকেল, অ্যানড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাত ১২টার দিকে বাবা ও ছেলে হাত, পা ও মুখের বাঁধন খুলে চিৎকার দিলে পথচারীরা তাদের উদ্ধার করেন।

 

 

এছাড়া একই স্থানে রাত সাড়ে ৮টার দিকে ছিনতাইকারীরা মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শিক্ষার্থী বকুল হোসেনের পথরোধ করেন। তারা হাত, পা ও মুখ বেঁধে মারপিট করে ফেলে রেখে তার মোটরসাইকেল, একটি আইফোন, কিছু ডলার ও ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা চলে যাওয়ার পর তিনি হাত, পা ও মুখের বাঁধন খুলে চিৎকার দেন। তখন পথচারীরা তাকে উদ্ধার করলে তিনি বাড়ি ফিরে যান।

 

 

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, নশরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা সেতু এলাকাটি খুবই নির্জন। মূল সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে। এ সুযোগে ছিনতাইকারীরা উপজেলা জামায়াতের সেক্রেটারি, তার ছেলে ও এক প্রবাসীর ছেলেকে হাত, পা ও মুখ বেঁধে মারপিটের পর দুটি মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ টাকা ও ডলার ছিনিয়ে নেয়। অল্পের জন্য তারা বেঁচে গেছেন।

 

 

ওসি আরও জানান, বুধবার বিকাল পর্যন্ত কেউ থানায় আসেননি। জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিনিয়ে নেওয়া বাইক এবং টাকা উদ্ধারে তাদের কার্যক্রম শুরু হয়েছে।