বগুড়ায় রক্ত দিয়ে ফিরে বাবাসহ রক্তাক্ত হলেন ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ মে ২০২৫ ১১:০০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১৫ বার।

বগুড়ায় রক্ত দিয়ে ফিরে মারপিটে রক্তাক্ত হয়েছেন ছাত্রদল নেতা মুহিব। তাকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হয়েছেন তার বাবা যুবদল নেতা ঝিনুক। মঙ্গলবার রাতে শহরের কানুচগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মাদক ব্যবসা করতে নিষেধ করায় এ হামলা হয় বলে দাবি করা হয়েছে।

 

নিজেকে ছাত্রদল নেতা দাবি করে মুহিব জানান, তিনি মঙ্গলবার সন্ধ্যার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে সংগঠনের এক ভাইকে রক্ত দিতে গিয়েছিলেন। ফেরার পর রাতে শহরের কানুচগাড়ি এলাকায় তার বাবা যুবদল নেতা ঝিনুকের হোটেলে বসেছিলেন। এ সময় এলাকার চিহ্নিত কয়েকজন মাদককারবারি ও কৃষক লীগের নেতারা হোটেলে প্রবেশ করেন। এরপর তারা দেশীয় অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে পিটিয়ে রক্তাক্ত করেন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যান।

মুহিব আরও বলেন, এর আগে তিনি এলাকার চিহ্নিত কয়েকজনকে মাদক ব্যবসা করতে নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে অস্ত্র নিয়ে তাদের বাবা ও ছেলের ওপর হামলা করেছে। এ ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা নেবেন।

বগুড়া সদর থানা ওসি এসএম মঈনুদ্দীন জানান, এ ব্যাপারে মামলা দিলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।