বগুড়ায় একদিনের ব্যবধানে ভাঙ্গলো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মে ২০২৫ ১৫:৩৪ ।
কাহালুর আড়োলা থেকে তোলা, ছবি: অরুপ রতন
প্রধান খবর
বগুড়ায় একদিনের ব্যবধানে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। শনিবার বেলা তিনটায় জেলায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। যা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগের দিন শুক্রবার জেলায় ৩৯ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম।
তিনি জানান, বগুড়ায় গরমের মাত্রা বেড়েই চলছে। ২৪ ঘণ্টার ব্যবধানে জেলায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। আজ জেলায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগের দিন জেলায় ৩৯ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল।
আরও পড়ুন