নন্দীগ্রামে তারুণ্যের ভাবনা সমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা

নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৫ ২১:১৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৩০ ও ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার (১২এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মজনুর সঞ্চালনায় এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। 

 

এতে বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ। এসময় আরও বক্তব্য দেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ, গোলাপ হোসেন, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুবদলনেতা তুষার ও গোলাপ। 

 

এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবী প্রমুখ।