বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মে ২০২৫ ২১:৪৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪০৮ বার।

বগুড়ার শেরপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা এক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (১২ মে) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম গোলাম নবী বাদশা (৬২)। তিনি মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি মদনপুর গ্রামের  মৃত আয়েজ উদ্দিন শেখের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, গোলাম নবী বাদশা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা হয় (নম্বর ১২; জিআর-৩১৮/২০২৪)। ওই মামলায় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারাও রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।