বগুড়ায় স্বর্ণা বেকারীর জরিমানা ও সিলগালা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মে ২০২৫ ১৯:৩৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৮ বার।

বগুড়ার গাবতলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িকভাবে সিলগালা করেছে প্রশাসন।

 

সোমবার (১২ মে) গাবতলি উপজেলার কাগইল এলাকায় অবস্থিত স্বর্ণা বেকারী অ্যান্ড ফুড প্রোডাক্টস-এ অভিযান চালানো হয়। অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি যৌথ দল।

 

অভিযানকালে দেখা যায়, বেকারিতে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে মারাত্মক অনিয়ম রয়েছে। যথাযথভাবে মানা হয়নি স্বাস্থ্যবিধি। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। সঙ্গে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক এবং জেলা পুলিশের একটি  দল।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। কোনো অনিয়ম বরদাশত করা হবে না।