আ.লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বগুড়ার শেরপুরে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৫ ১৮:৫৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৬ বার।

আওয়ামীলীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বগুড়ার শেরপুরে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার (১২মে) বিকেলে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থেকে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী দল ও সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। কর্মসূচিতে এনসিপির উপজেলা সংগঠক রাশেদ সাহাদাত, নাজমুল ইসলাম, নাঈমুল ইসলাম, যুব অধিকার পরিষদের নেতা রাজু আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অয়ন রহমান, মিলন রহমান প্রমূখ বক্তব্য রাখেন।