নন্দীগ্রামে হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে রবি মৌসুমে অধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বোরো ব্লক প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর নন্দীগ্রাম ইউনিয়নের তেঘরী মাঠে এ ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। সেসময় নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার রেজাউল করিম কামালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম আন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।