বগুড়ায় পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৫ ২২:০০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১০৬ বার।

বগুড়ার শিবগঞ্জে শ্বশুরের দ্বারা পুত্রবধুকে জোরপূর্বক ধর্ষনের ঘটনার মামলায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

গতকাল বুধবার (২১ মে) উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তি হলেন, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বাসিন্দা।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।

 

থানার মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের স্ত্রী ২ সন্তানের জননী (২৬) প্রতিদিনের ন্যায় গত ২১মে রাত ৯ টার দিকে ২ সন্তানদের নিয়ে তার শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। ওই সময় স্বামী পার্শ্ববর্তী বাজারে গিয়েছিলেন রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে এসে তার শয়ন ঘরের মেঝেতে তার বাবা ও স্ত্রীকে বিবস্ত অবস্থায়। এরপর তার চিৎকারে পরিবারের ও আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ততক্ষণে কৌশলে পালিয়ে যায়। এঘটনায় গত ২২মে সকালে পুত্রবধু বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাৎক্ষণিক থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তাট করে।

 

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে, আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।