ফেসবুকে প্রেম, ঘনিষ্ঠ সময় কাটিয়ে বিয়ে করতে অস্বীকৃতি, অতঃপর...

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ ১৯:৪৯ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ৫৭ বার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই প্রেমিকের বিরুদ্ধে এবার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন কলেজছাত্রী। এ ঘটনায় সিরাজগঞ্জের তাড়াশ থানায় মামলা করেছেন ভুক্তভোগী।


অভিযুক্ত যুবকের নাম আরিফ হোসেন। তিনি তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের আনিছ আলীর ছেলে।  

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, আরিফ হোসেনের সঙ্গে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ওই কলেজছাত্রীর।  পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।

গত ২১ জুন আরিফ হোসেন হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ৯ নাম্বার ব্রিজের নিচে আসতে বলে ওই শিক্ষার্থীকে। তার কথা মতো শিক্ষার্থী উক্ত স্থানে আসার পর তারা দুজনে চলনবিলের বেড়ানোর পর আরিফ ওই শিক্ষার্থীকে নিয়ে দুই ঘণ্টার জন্য বাড়িটি ভাড়া নেন। এরপর সেখানে ওই শিক্ষার্থীর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করেন। এরপর ২১ জুন সেই শিক্ষার্থী আরিফ হোসেনকে বিয়ের জন্য চাপ দিলে অস্বীকার করেন তিনি। গত ২৭ জুন আরিফ হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাড়াশ থানায় মামলা দায়ের করেন ওই শিক্ষার্থী। ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ হোসেন পলাতক রয়েছেন।

 

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, বাদীর লিখিত অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে নেয়া হয়েছে। মামলায় আরিফ হোসেনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পদক্ষেপ নেয়া হচ্ছে। এ ছাড়া নির্যাতনের শিকার ছাত্রীর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।