প্রশাসনের উদ্যোগে এই প্রথম নওগাঁর সাপাহারে আম মেলার আয়োজন
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৮ ও ১৯ আগষ্ট এই প্রথম দুইদিন ব্যাপী আম উৎসব ও আম মেলা ২০২৫ আয়োজন করা হচ্ছে। আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়। জেলার সাপাহার উপজেলার 'সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়' মাঠে এই মেলার আয়োজন করা হবে।
এসময় বক্তারা বলেন, দেশে আম উৎপাদনের শীর্ষ জেলা হিসবে নওগাঁ জেলা ইতোমধ্যেই আমের ব্যনিজ্যিক রাজধানী হিসেবে খ্যাতি অর্জন করেছে। জেলার আম্রপালি আমের সুনাম ছড়িয়ে পরেছে। এছাড়া জেলার নিজস্ব আম হিসেবে 'নাক ফজলি' আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
মেলায় স্থানীয় ভাবে উৎপাদিত আমের পরিচিতি তুলে ধরার পাশাপাশি, উৎপাদন সম্প্রসারণে কৃষক, বাগানি, রপ্তানি কারক, উদ্যোক্তা, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ জেলার প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, বাগানি, আম ব্যবসায়ী নেতৃবৃন্দ ও অন্যান্যগণ উপস্থিত ছিলেন।