রাণীনগরে ৪৮পিস বুপ্রেনরফিনসহ একজন আটক
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ০২ জুলাই ২০২৫ ১৭:৩৪ ।
প্রতিবেশী জেলা
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে নেশাজাতীয় ৪৮পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মেহেদি হাসান (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার চকাদিন মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মেহেদি হাসানের বসত বাড়ী থেকে ৪৮পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারসহ তাকে আটক করা হয়। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন