বগুড়ায় জুলাই নিয়ে কটুক্তির অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ জুলাই ২০২৫ ১৬:৫৮ ।
বগুড়ার খবর
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুলাই’ মাস নিয়ে কটুক্তির অভিযোগে বগুড়ায় আশরাফুল আলম তানজিল (২৫) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বগুড়া সদর থানার সূত্রাপুর কসাইপাড়া এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তানজিল একই এলাকার মোন্তেজার রহমানের ছেলে। বুধবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির ইনচার্জ ইকবাল বাহার
ডিবির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত তানজিল জেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুলাই মাস’ নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ উঠে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় তানজিলের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাতে ওই কটুক্তির প্রমাণ রয়েছে৷ তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন