মীর শাহে আলমকে বিআরটিসি ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা জ্ঞাপন
স্টাফ রিপোর্টার
তরুণ রাজনীতিবিদ ও বিশিষ্ট শিল্পপতি মীর শাহে আলম আবারও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) পরিচালনা পর্ষদের সদস্য (পরিচালক) নিযুক্ত হওয়ায় বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে পূণ্যভূমি মহাস্থানে অবস্থিত স্থানীয় একটি মাদ্রাসা মাঠে সমিতির নেতৃবৃন্দ মীর শাহে আলমকে ফুলের তোড়া উপহার দেন।
বগুড়া জেলা বিএনপি’র অন্যতম সহ-সভাপতি ও রূপসী বিডি গ্রুপের চেয়ারম্যান মীর শাহে আলম চলতি বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় বিআরটিসি পরিচালনা পর্ষদের সদস্য নিযুক্ত হন। এর আগে ২০০৩ সালে তিনি ওই একই পদে দায়িত্ব পালন করেন।
বিআরটিসি পরিচালনা পর্ষদে দ্বিতীয় দফায় সদস্য নিযুক্তিতে বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মহাস্থানে হযরত শাহ্ সুলতান বলখী (রহঃ) মাদ্রাসা মিলনায়তনে মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সমিতির সভাপতি আসাদুল হক কাজল তাঁর সঙ্গে থাকা সমিতির অন্যান্য নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। পরে সদস্যবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মীর শাহে আমল বিআরটিসি শপিং কমপ্লেক্স নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ব্যবসায়ীদের সমাজের অত্যন্ত দায়িত্বশীল নাগরিক উল্লেখ করে তিনি বিআরটিসি শপিং কমপ্লেক্সের উন্নয়নের পাশাপাশি এবং ব্যবসার পরিবেশ আরও উন্নত করতে সম্ভাব্য সব কিছু করার আশ্বাস দেন। এজন্য তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে তাদের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো লিখিত আকারে উপস্থাপনের পরামর্শ দিয়ে বলেন, ‘আপনাদের যে কোন সমস্যা আমাদের জানাবেন। আমরা সেগুলো সমাধানের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’ তিনি চাঁদাবাজ এবং সুযোগ সন্ধানীদের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘আপনাদের সাহায্য-সহযোগিতার জন্য আমি সব সময় প্রস্তুত আছি এবং থাকবো। তবে কেউ যদি আমার বা আমার দলের নাম ব্যবহার করে আপনাদের কাছে প্রভাব বিস্তারের চেষ্টা করে কিংবা অবৈধ কোন সুবিধা আদায়ের চেষ্টা করে তাহলে তাদেরকে প্রতিরোধ করবেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজনে আমাকেও জানাতে পারেন।’ এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম।
বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির পক্ষে উপদেষ্টা মোসফিকুর রহমান পিন্টু, আসাদুল হক কাজল, দ্বিতীয় সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান সাজু, অর্থ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম নয়ন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক রতন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম রব্বানী এবং কার্যনির্বাহী সদস্য আহসান হাবীব, মিনহাজুল ইসলাম মুন্না ও সুমন সরকার উপস্থিত ছিলেন।