বগুড়ায় এনসিপির উঠান বৈঠক, নতুন বন্দোবস্তের বার্তা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ জুলাই ২০২৫ ২১:৪৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৭ বার।

 জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক করেছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে কানুছ গাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

১০ নম্বর ওয়ার্ডের আয়োজনে হওয়া এ সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপি বগুড়া জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লহিত তাকি।

 

তিনি বলেন, “শুধু নির্বাচন দিয়ে মানুষের ভাগ্য বদল হবে না। জুলাই সনদ ও মৌলিক সংস্কার ছাড়া পরিবর্তন সম্ভব নয়। মানুষ ভোটের জন্য অভ্যুত্থান করেনি, তারা নতুন বন্দোবস্ত চায়।”

 

তিনি আরও বলেন, “মানুষ যে পরিবর্তন চায়, সেই পরিবর্তনের বার্তা নিয়েই এনসিপি এসেছে। জনগণের সমর্থন নিয়ে এনসিপি দেশ গড়তে চায়। ১০ নম্বর ওয়ার্ডের জনগণের পাশে আমরা থাকব।”

 

বৈঠকে আরও বক্তব্য দেন জেলা কমিটির সদস্য সৈয়দ সোহেল আহমদ লিটন, শওকত ইমরান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক শাহরিয়ার জুহিন, সদস্য সচিব সৈকত আলী, শ্রমিক উইংয়ের জেলা সমন্বয়ক সানজিদ আহমেদ তিয়াস প্রমুখ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান শামীম।