বগুড়ায় একাধিক মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ ১২:৪৮ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩৪৩ বার।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা এক মামলায় উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলনার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার রাধানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন লতিফুল বারী (দুলু) (৬৭)। তিনি শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার রাধানগর গ্রামের মৃত বদির উদ্দিনের ছেলে।  লতিফুল বারী দুলুর বিরুদ্ধে  একাধিক ফৌজদারি মামলা রয়েছে। 

পুলিশ জানায়, শাজাহানপুর থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং দণ্ডবিধির গুরুতর ধারায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে তাঁর সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি শাজাহানপুর থানার মামলা নম্বর-০১, তারিখ ০১ নভেম্বর ২০২৪। এ মামলার ধারাগুলো হলো—Arms Act, 1878 এর ১৯(এ); Explosive Substances Act, 1908 এর ৩/৪; এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৪১, ৩২৪, ৩০৭, ৩০২ ও ১১৪ ধারা।

 

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘চলমান মামলার তদন্তে মো. লতিফুল বারী দুলুর সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’