বগুড়ায় শিল্পকলার সামনে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে জাসাসের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫ ২০:১২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩ বার।

বগুড়া শিল্পকলা একাডেমীর মূল প্রবেশপথে পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এবং জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বৃহস্পতিবার  বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শিল্পকলা একাডেমীর সামনে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য ও বগুড়া জেলা জাসাসের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামাল পাশা রানা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডালু, সহ-সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম জুন, মোফাখারুল ইসলাম বেলাল, আশরাফুল আলম রঞ্জু, আবুল কালাম আজাদ, জুলফিকার আলী, রিহান পোর্দ্দার, মতিয়ার রহমান মতিন, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, জনি, রবিউল, মিলন, আসাদ, শিপলু, মুক্তা, মতিয়ার, শফিক ও পুতুলসহ আরও অনেকে।

 

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন করতোয়া নাট্য গোষ্ঠী, বন্ধন শিল্প গোষ্ঠী, নাগানা শিল্প গোষ্ঠী, বগুড়া বি-বয়েস শিল্প গোষ্ঠীসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী ও সচেতন নাগরিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, “জেলা শিল্পকলা একাডেমী বগুড়ার সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। অথচ এ কেন্দ্রের প্রবেশপথেই নিয়মিতভাবে পৌরসভার ময়লা ফেলে রাখা হচ্ছে। এতে শিল্প ও সংস্কৃতির পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি সাধারণ মানুষের চলাচলও দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা অবিলম্বে এই ভাগাড় অপসারণের দাবি জানাচ্ছি, অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসবে।”