বগুড়ার সারিয়াকান্দিতে ফার্মেসিতে লাখ টাকা জরিমানা
সারিয়াকান্দি( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে ভুয়া চিকিৎসক সেজে রোগী দেখায় উত্তরন ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুলাই) রাতে উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অংশ নেয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, হিন্দুকান্দি গ্রামের উত্তরন ফার্মেসিতে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন হারুনুর রশিদ। যদিও তিনি এমবিবিএস ডিগ্রিধারী নন, তথাপি নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করে এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ লিখে দিতেন। এছাড়া তার ফার্মেসির ওষুধ বিক্রির ড্রাগ লাইসেন্স নবায়নও ছিল না।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে এসব অনিয়ম উদ্ঘাটন করে। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারা অনুযায়ী হারুনুর রশিদকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি জরিমানার টাকা পরিশোধ করেছেন।
এ বিষয়ে ইউএনও শাহরিয়ার রহমান বলেন, "ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।"