বগুড়ায় পৌরসভার সাবেক কাউন্সিলর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ায় রাজনৈতিক মামলার পলাতক আসামি ও শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শুভ ইমরানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
তিনি শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। গ্রেফতারকৃত ইমরান মৃত শহিদুল ইসলামের ছেলে এবং উলিপুর নতুনপাড়া এলাকার বাসিন্দা। তিনি শেরপুর, ধুনট ও শাজাহানপুর থানার আরও চারটি রাজনৈতিক সহিংসতার মামলার সঙ্গে জড়িত রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।
পুলিশের এই কর্মকর্তা জানান, শেরপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে গত রাত ৪টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুভ ইমরান শেরপুর থানার মামলা নম্বর ০২, জিআর নম্বর ৩০৮/২০২৪, ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড এবং ৩/৪ বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলার চার্জশিটভুক্ত আসামি।