লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের চক্ষু ক্যাম্প
প্রেস বিজ্ঞপ্তি
লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের উদ্যোগে নওগাঁ জেলার মহাদেবপুরের চকচাঁদে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যাপী ক্যাম্পে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়। চক্ষু ক্যাম্পে প্রায় ৪০০ জন চোখের রোগীকে চোখের চিকিৎসা প্রদান করা হয়। ছানি অপারেশন করার জন্য বেশ কিছু রোগীদেরকে বাছাই করে বগুড়া গাক হাসপাতাল নেওয়া হয়। সেখানে পরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করবেন হাসপাতালের চিকিৎসকগণ। সমস্ত চক্ষু ক্যাম্প পরিচালনা করেন গাক হাসপাতালের সুদক্ষ চিকিৎসকবৃন্দ ও হাসপাতালের সহযোগিরা।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ২ এর গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা এর "এক সাথে চলি" এমন ডাকে বা আহবানে লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়াল এই মানবসেবামুলক কাজটি করেন। গ্রামীণ জনপদের অভাবী মানুষগুলো চোখের সেবা পেয়ে লায়ন ক্লাবের এর গভর্নর ও সকল পর্যায়ের সদস্যদের প্রতি খুশি হন। চকচাঁদ যুবসমাজ ও গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে চক্ষু ক্যম্পের উদ্বোধন করা হয়। লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের প্রতিষ্ঠাতা লায়ন মাহমুদ হোসেন পিন্টু'র সভাপতিত্বে চক্ষু ক্যম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাক হাসপাতালের চিকিৎসক ডঃ আসিফ নেওয়াজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন আব্দুল মবিন জিন্নাহ, লায়ন্স ক্লাব অব ঢাকা এরিস্টোক্রেটস এর প্রতিষ্ঠাতা লায়ন মোস্তাফিজ আহমেদ রাজা, লায়ন মির্জা আহছানুল হক দুলাল, লায়ন একরাম হোসেন, পাষ্ট প্রেসিডেন্ট লায়ন মাসুদ তালুকদার, সেক্রেটারি লায়ন সৈয়দ সোহেল আহমেদ লিটন, লায়ন হাসনাত জাহান সুইটি, লায়ন এ্যড শফি আহমেদ মিঠু, লায়ন আব্দুর রহিম। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা এরিস্টোক্রেটস পাস্ট প্রেসিডেন্ট লায়ন সালমান হাসান, সহ-সভাপতি লায়ন রেজাউল করিম, সেক্রেটারি লায়ন এমদাদুল হক, ক্লাব ট্রেজারার লায়ন আব্দুর রাজ্জাক ও লিওবৃন্দ।