বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ ১৩:৪০ ।
বগুড়ার খবর
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১১টা ৩০ মিনিটে শহরের শাহ-সুলতান কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মো. আরিফুল ইসলাম (২৫) ছাত্রলীগের সক্রিয় সদস্য। তিনি বগুড়ার শিবগঞ্জ থানার বানাইল এলাকার মো. ইব্রাহিম আলী ও আরিফা বেগমের ছেলে।
তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা আছে বলে নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।