কলেজ থিয়েটারের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ অগাস্ট ২০২৫ ১৬:০২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৭ বার।

হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে অগ্রযাত্রার প্রত্যয়ে উদযাপিত হলো বাংলাদেশ গ্রাম থিয়েটারের মুক্তিযোদ্ধা জিয়া অঞ্চলের অঙ্গ সংগঠন কলেজ থিয়েটারের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয় এ দিবস।

গত সোমবার দিনের প্রথম পর্বে সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাহান আলী, শরীরচর্চা বিভাগের শিক্ষক আব্দুল আলীম, বগুড়া থিয়েটারের নির্বাহী সদস্য সোবহানী বাপ্পী, সাংস্কৃতিক পরিষদের সভাপতি সানোয়ার শিহাব, কলেজ থিয়েটারের আহ্বায়ক প্রিয়াস চন্দ্র, নাট্যকর্মী বায়েজিদ নিবিড়, রকি, রাব্বি, গালিব, মুক্তি, স্মরণসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সন্ধ্যায় বগুড়া থিয়েটার কার্যালয়ে দ্বিতীয় পর্বের আয়োজন হয়। নাকাড়া বাজিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজ থিয়েটারের প্রথম সভাপতি ও বগুড়া থিয়েটারের আহ্বায়ক অ্যাড. পলাশ খন্দকার। নাট্যকর্মীরা গেয়ে ওঠেন নাটকের গান ‘দূর করো, দূর করো যত অমঙ্গল আন্ধার’। এরপর আলোচনা, থিয়েটার আড্ডা, নাটকের গান এবং প্রচলিত গল্পনির্ভর নাটক ‘সহমত চাচা’ মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনা দেন বায়েজিদ নিবিড়।

কলেজ থিয়েটারের আহ্বায়ক প্রিয়াস চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া থিয়েটারের নবগঠিত কমিটির আহ্বায়ক পলাশ খন্দকার, সদস্য সচিব দ্বীন মোহাম্মদ দীনু, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন ও কবির রহমান, নির্বাহী সদস্য জাকিউল ইসলাম সবুজ, শহীদুর রহমান, সানাউর রহমান, বেলাল হোসেন, মেহেরা মঞ্জুসা মিলা, অলক পাল, রবিউল করিম, সোবহানী বাপ্পী ও গাজী আশা।

আলোচকবৃন্দ বলেন, কলেজ থিয়েটার দীর্ঘ ৪১ বছর ধরে শিক্ষাঙ্গনে নাট্যচর্চা করে আসছে। বর্তমান তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের শানিত করা ও সামাজিক–রাজনৈতিক দায়বদ্ধতা গ্রহণের আহ্বান জানান তারা। একই সঙ্গে সকল কলেজের শিক্ষকদের কলেজ থিয়েটারের কর্মকাণ্ডে সহযোগিতা করার অনুরোধ জানান বক্তারা। সভায় আগামী মাসে পথনাটক মঞ্চায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

এবারের আয়োজনে সর্বোচ্চ উপস্থিতির জন্য সম্মাননা প্রদান করা হয় প্রিয়াস চন্দ্রকে এবং বিশেষ নাট্যকর্মী পদক দেওয়া হয় রাহুল স্মরণকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ থিয়েটারের সমন্বয়কারী বিশাল চাকী। অনুষ্ঠানের শেষে বগুড়া থিয়েটারের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি মুখ করিয়ে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শেষ হয়।