বগুড়ায় আরাফাত রহমান কোকোর জন্মদিনে আলোচনা সভা, দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্নেহের ছোট ভাই দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো'র ৫৬তম শুভ জন্মদিনে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে। এ উপলক্ষে বগুড়ার গাবতলীর বাগবাড়ী জিয়াবাড়িতে দোয়া মাহফিল, নগদ আর্থিক অনুদান, এতিমদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার আয়োজনে উপজেলার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ আর্থিক অনুদান প্রধান, দোয়া মাহফিল, এমিতদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা করা হয়। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, ড্যাব জেলা কমিটির সাবেক সভাপতি ডা. শাহ মো: শাজাহান আলী, জেলা বিএনপির মানবাধিকার সম্পাদক সাবেক মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও নশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়র মো: রোকন তালুকদার। অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকোর জীবনী নিয়ে আলোচনা করা হয়। শেষে দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়।