বগুড়ায় আওয়ামী লীগ নেতা রিজু গ্রেপ্তার
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ অগাস্ট ২০২৫ ১৮:৩২ ।
বগুড়ার খবর
বগুড়ার শিবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম রিজু (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা সদরের সোনালী ব্যাংক সংলগ্ন শহীদ রনি চত্ত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর আলম রিজু উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, নাশকতা মামলায় রিজুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন