বগুড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার বিকালে গাজীপুরের কালীগঞ্জের বঙ্গবন্ধু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তার আসামির নাম সাইফুল ইসলাম(৩০)। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার ছিচারপাড়া গ্রামের আফতাব হোসেন সরকারের ছেলে। গ্রেপ্তারের পর তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকালে র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, এটিসি এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব কর্মকর্তা জানান, ভুক্তভোগী এক নারী বিয়ের পর থেকেই একই গ্রামের প্রতিবেশী সাইফুল ইসলামের উত্যক্তের শিকার হন। সাইফুল তাকে বারবার কুপ্রস্তাব দিতেন। এমনকি স্বামীকে ভুল বুঝিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করেন। এতে ওই নারী বাবার বাড়িতে চলে যান।
গত ১৫ এপ্রিল রাতে বাবার বাড়ির শয়নকক্ষে হাতে ধারালো চাকু নিয়ে ঢোকে সাইফুল। খুনের ভয় দেখিয়ে ওই নারীকে এবং তার ছোট্ট কন্যাকে আতঙ্কিত করে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় মামলা করেন। মামলার নম্বর ০১, জিআর নম্বর ৫৩।
তিনি আরও জানান, মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু এলাকায় অবস্থান করছেন। এরপর সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।