শিবগঞ্জে কোকোর জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ অগাস্ট ২০২৫ ১৯:০৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মহাস্থান মাজার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ আলী, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, উপজেলা তাঁতী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ প্রমুখ।


এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের অসংখ্য বিএনপি নেতা-কর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় শহীদ জিয়া ও কোকোর রুহের মাগফেরাত কামনা, বেগম জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় |