বগুড়ার শিবগঞ্জে আগুনে সব হারানো পারভীনের পাশে দাঁড়াল বিএনপি

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৫ ১৮:২৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩ বার।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া পশ্চিমপাড়া গ্রামের বিধবা পারভীন বেওয়ার বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল বিএনপি।

শনিবার (২৩ আগস্ট) ক্ষতিগ্রস্ত পারভীন বেওয়ার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত আর্থিক সহযোগিতা ও ঢেউটিন তুলে দেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

অনুদান প্রদানের পর সেখানে গ্রামবাসীর সাথে এক সংক্ষিপ্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে মীর শাহে আলম বলেন, “বিএনপি সবসময় দুর্দশাগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থাকে। জনগণের দুঃখ-দুর্দশায় সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গণী, সাধারণ সম্পাদক আজমল হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি মোতাসিন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ওয়াদুদ ও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার বিএনপির এ সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে এবং দ্রুত পুনর্বাসনে আরও সহায়তার আশাবাদ ব্যক্ত করে।