শিবগঞ্জে শারদীয় দুর্গোৎসব উদযাপনে কমিটি গঠন
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় বানাইল বারোয়ারী শিব মন্দিরে দুর্গোৎসব পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ডা. মোহন লাল কানুকে সভাপতি, গণেশ প্রসাদ কানুকে সাধারণ সম্পাদক এবং দীপ্ত মোহন্তকে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট শারদীয় দুর্গোৎসব কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় বানাইল বারোয়ারী শিব মন্দিরে এই কমিটি গঠন করা হয়। এর আগে এক জরুরি সভা শিব মন্দির কমিটির সভাপতি রাম নারায়ন কানুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার রায়, মোহন লাল কানু, ডা. দেবাশীষ কুমার গুপ্ত, অ্যাডভোকেট সমর কুমার মোহন্ত, সুবির দত্ত, প্রবীণ সাংবাদিক রতন রায়, কৃষ্ণ গোপাল দাস, গণেশ প্রসাদ কানু, দীপ্ত মোহন্তসহ প্রমুখ। শেষে সর্ব সম্মতিক্রমে শারদীয় দুর্গোৎসব পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়।