ডাকসু নির্বাচন ও ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখা। বুধবার  বিকেল সাড়ে ৫টায় বিক্ষোভ মিছিলটি মোহাম্মাদ আলী হাসপাতাল মোড় হতে শুরু হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয়। সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। শহর সভাপতি খন্দকার হাবিবুল্লাহর সভাপতিত্বে ও শহর সেক্রেটারী শফিকুল ইসলাম শফিকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন পশ্চিম জেলা সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, পূর্ব জেলা সেক্রেটারী শাহরিয়ার হোসেন বিপ্লব প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন,আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি অভ্যুত্থান-পরবর্তী ছাত্র সমাজের দাবী ডাকসু ছাত্রসংসদ নির্বাচন। কিন্তু সেই নির্বাচন একটি মহল বানচালের পাঁয়তারা করছে। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রসংসদের তফসিল ঘোষণায় একটি পক্ষের আঁতে ঘা লেগেছে। তারা ছাত্রসংসদ নির্বাচন বন্ধে কালো থাবা মারার চেষ্টা করছে। ইতোমধ্যে ডাকসু নির্বাচন বন্ধে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে, যা এক গভীর ষড়যন্ত্রের অংশ। কিন্তু কোন কাজ সফল হয়নি ডাকসু নির্বাচন হবেই হবে। ছাত্রশিবিরের বিরুদ্ধে ক্রমাগত ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে বিশেষ করে নারী শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে অশ্রাব্য ভাষায় হেনস্তা করা হচ্ছে। তিনি ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যাচার ও ট্যাগিং বাদ দিয়ে গঠনমূলক কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।” তিনি বলেন, “ছাত্রদল সেই সংগঠন, যাদের হাতে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নারী শিক্ষার্থী নির্যাতন, শামসুন নাহার হলে নারী শিক্ষার্থী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। তাদের হাতেই জীবন দিতে হয়েছে বুয়েটের মেধাবী নারী শিক্ষার্থী সনিকে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তত ৩০টি ধর্ষণের সঙ্গে, ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিল।