৪৭ বছর ধরে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি- মীর শাহে আলম
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিকেলে উথলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া বিশাল র্যালি ঢোল-বাদ্য ও স্লোগানে মুখরিত হয়ে আমতলী বন্দরে গিয়ে মহাসমাবেশে পরিণত হয়।
মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের ছবি সংবলিত ক্যাপ পরে হাজার হাজার নেতাকর্মী নেচে-গেয়ে অংশ নেন এ আয়োজনে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধারণ মানুষও সমবেত হলে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে।
পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
বক্তব্যে তিনি বলেন, বিএনপির ৪৭ বছরের ইতিহাস হলো গণমানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ইতিহাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই অধিকার পুনরুদ্ধার না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। জনাব তারেক রহমানের নেতৃত্বেই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আগামীর বাংলাদেশের নেতৃত্বেও থাকবেন তারেক রহমান। বগুড়ার প্রিয় সন্তান তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। কারণ, দেশ ও দেশের মানুষ বিএনপির হাতেই নিরাপদ। তিনি আরো বলেন, ফেব্রুয়ারীর নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা কোন নেতা-কর্মী ঘরে ফিরে যাবো না।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন। তিনি বলেন, জামায়াতের পিআর পদ্মতির দাবি জনগণ আস্তাকুঁড়ে ফেলেছে। শিবগঞ্জ উপজেলা যে বিএনপির ঘাঁটি, সেটা আজকের মিছিল-সমাবেশে প্রমাণ হলো।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব ও সৌদি বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।