নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল

নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ (বুধবার ৩ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের নেতৃত্ব একটি আনন্দ মিছিল বের করা হয়।

 

মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

 

মিছিলে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।