দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ বছরে বিএনপি-এম আর ইসলাম স্বাধীন
স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন বলেছেন, ওয়ান ইলেভেনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্যাতন চালিয়ে বাংলাদেশ থেকে বাহিরে পাঠিয়ে দেন। আজ ৩ সেপ্টেম্বর তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস। তারেক রহমান আমাদের থেকে দূরে থাকলেও বাংলাদেশের ৫৫ হাজার বর্গমাইলের ভূখণ্ডে তারেক রহমান নেতাকর্মীদের সাথে একত্রিত আছেন। তিনি আরো বলেন, ১৯৭৮ সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালী সরকারের বিরুদ্ধে একটি সংগঠন দাঁড় করিয়েছিলেন সেই সংগঠনটি নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই দল দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ বছর পর করছে। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর জিয়াউর রহমান ইচ্ছাকৃতভাবে ক্ষমতা দখল করেনি। সিপাহী বিপ্লব জনতার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন। ১৮ বছরের আওয়ামী লীগ সরকার বিএনপির ওপর স্টিম রোলার চালিয়েছে। লখ লখ নেতাকর্মীকে মামলা, দিয়েছে গুম ও হত্যা করেছে।বিএনপিকে ভাঙতে অনেক ষড়াযন্ত্র করেছে কোন লাক হয়নি। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। তিনি বুধবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালি পূর্বে সমাবেশে একথা বলেন, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাতের যৌথ পরিচালনায় সমাবেশে হয়। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, যুবদল নেতা আশরাফুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা মহসীন আলী, মনোয়ার হোসেন, বাবু মিয়া, উজ্জল খান, আলফাজ হোসেন, শামছুল হুদা, উপজেলা যুবদল নেতা রাবু, খান, বুলবুল হোসেন, আনোয়ার হোসেন, রিয়াদ হোসেন, জুয়েল হোসেন, মেহেদী হাসান, তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম কবিরাজ, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়ালিউল ইসলাম পুটু, সদস্য সচিব মেহেদী হাসান, কৃষকদল নেতা কাওছার আলী, মহিলাদল নেত্রী আসফিয়া হায়াত সিলভা, ফাতেমাজ্জহুরা পলি, রাহেমা বেগম প্রমুখ।