বগুড়ায় আ. হক কলেজে “ক্যাম্পাস টু ক্যারিয়ার” প্রোগ্রাম অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
উত্তরের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজে ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “ক্যাম্পাস টু ক্যারিয়ার” প্রোগ্রাম। ইয়েস বিডির আয়োজনে মঙ্গলবার অর্ধদিনব্যাপী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীরা কীভাবে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে সেই বিষয়ে নানা দিক-নির্দেশনা প্রদান করা হয়।
নেকটার বগুড়ার সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো:আব্দুল ওয়াহেদ সরকার। অনুষ্ঠানে একজন শিক্ষার্থী যেন বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে বের হয়ে সরাসরি কর্মজীবনে প্রবেশের জন্য প্রস্তুত হতে পারে সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেন ইন্টারন্যাশনাল সার্টিফাইড ইমোশনাল ইনটেলিজেন্ট ট্রেইনার প্রফেসর এস. এম আরিফুজ্জামান, ইয়েস বিডির মেন্টর মো. শরীফুল ইসলাম সরকার, বিজনেস ক্যাটালিস্ট ও দুরবিন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান সুমন এবং ইয়েস বিডির ফাউন্ডার ও সিইও জাকারিয়া চৌধুরী। বক্তারা বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের জন্য শুধু ভালো রেজাল্টই যথেষ্ট নয়, পাশাপাশি প্রয়োজন দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও ক্যারিয়ার গাইডলাইন। যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করতে না পারলেই কখনোই সফলতা অর্জন করা যায় না। তাই প্রাতিষ্ঠানিক ভালো ফলাফলের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব গঠন, যুগোপযোগী বিষয় দক্ষতা অর্জন ও ক্যারিয়ার গঠনের জন্য সঠিক রোড ম্যাপে চলা প্রয়োজন। এক্ষেত্রে তারা ইয়েস বিডির মাধ্যমে গত ৩ বছরে সহস্রাধিক উদ্যোক্তা ও প্রায় পাঁচ সহস্রাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষিত করতে পেরেছেন। ইতিমধ্যে বগুড়া, গাইবান্ধা, রংপুর, ও ঢাকায় প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে উদ্যোক্তা ও শিক্ষার্থীদের পরিবর্তনে কাজ করছে ইয়েস বিডি পরিবার।
ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের ক্যাম্পাস এম্বাসেডর মেফতাউল হাসান বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয় বরং জীবনের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলাতেও প্রস্তুত হয়ে উঠুক। ক্যাম্পাস থেকে ক্যারিয়ারে যাওয়ার এই রূপান্তর প্রক্রিয়ায় আমাদের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”