বগুড়ায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আরাফাত হোসেন (১১) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পাঁচ পীরতলা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরাফাত স্থানীয় ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। সে ওই গ্রামের মতিউর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে,স্কুলে যেতে দেরি করায় আরাফাতকে তার মা শাসন করেন। এরপর একপর্যায়ে বাড়ির রান্নাঘরের বাঁশের তীরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা।
তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হলে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”