গাবতলীতে সাংবাদিকদের সাথে গোলাম রব্বানীর মতবিনিময়
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার গাবতলী উপজেলা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।
গোলাম রব্বানী বলেন, “বাংলাদেশের মানুষ শান্তি চায়। প্রকৃত শান্তি তখনই আসবে যখন কুরআনের আইন দিয়ে দেশ পরিচালিত হবে। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে গাবতলীতে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে উন্নয়ন করব। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
পিআর পদ্ধতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পিআর পদ্ধতি চালু হলে কেউ আর ভোটকেন্দ্র দখল করতে পারবে না, জনগণ তাদের ভোটের প্রকৃত মূল্যায়ন পাবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে স্বৈরাচারের অবসান ঘটবে, নারীরা সর্বোচ্চ মর্যাদা পাবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।”
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রায়হানুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, বগুড়া-৭ আসন পরিচালনা কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু মুসা, আব্দুল গনি মন্ডল, রায়হান রানা, আহসান হাবীব, রিয়াদ মাহমুদ, মোজাফফর রহমান, আপেল মাহমুদ, রোকেয়া বেগম, সুজিত মজুমদার, বীর বিক্রম, মাহমুদ মানিক, তোহা রহমান, আরিফুর রহমান, জাহাঙ্গীর আলমসহ উপজেলার কর্মরত সাংবাদিকরা।