বগুড়ায় ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২১৮ বার।

বগুড়ায় বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা চামরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজমল হোসেন প্রামাণিককে (৪৩) গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সিও অফিস ঊষা প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, গত বছরের ১৭ আগস্ট দুপচাঁচিয়া থানায় দায়ের করা মামলা (নং-০৬/২৪) এর তদন্তকালে তাকে গ্রেফতার করা হয়। মামলাটি দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩০২/৩৪ ধারায় দায়ের হয়েছিল।

 

গ্রেফতারকৃত আজমল হোসেন প্রামাণিক দুপচাঁচিয়ার কোলগ্রাম এলাকার ফরাজ আলী প্রামাণিকের ছেলে এবং দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।