কাহালুর মুরইল ইউপি'র সাবেক চেয়ারম্যান হারেজ উদ্দিনের মৃত্যু
কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৪ ।
বগুড়ার খবর
বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান হারেজ উদ্দীন (৭০) মারা গেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে তিনি নিজ বাড়ি মুরইল যাত্রাসুল গ্রামে মারা যান।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরে তিনি নাশকতা মামলায় গ্রেফতার হন। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি নানা রোগে ভুগছিলেন। বাড়ি থেকেই তিনি চিকিৎসা নিতেন। অবশেষে তিনি জীবন যুদ্ধে হারিয়ে না ফেরার দেশে চলে গেলেন।
হারেজ উদ্দীন মুরইল ইউপি থেকে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবত বগুড়া জেলা কৃষকলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন।
তার পারিবারিক সূত্র জানান, শুক্রবার বাদ এশা মুরইলে তার নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন