বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪২ ।
বগুড়ার খবর
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বনানী বাজারের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বিপুল কুন্ডু (৪০)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকড়া গ্রামের শিবেন্দ্রনাথ কুন্ডুর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, বিপুল কুন্ডু মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শেরপুর হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন