বগুড়ায় নেশার টাকা না পেয়ে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নেশার টাকা না পেয়ে জাহাঙ্গীর আলম (৫২) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের তিয়রপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত জাহাঙ্গীর উপজেলার নসরতপুর ধনতলা গ্রামের মৃত হাকিম প্রামানিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সান্তাহারে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সঙ্গে তার কলহ হতো। শুক্রবার বেলা ১২টার দিকে ভাড়া বাসায় ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে তিনি গলায় ফাঁস দেন।

 

নিহতের ছেলে মানিক হোসেন জানান, ঘটনার সময় তিনি নানার বাড়িতে এবং তার মা ছিলেন বোনের বাড়িতে। দুপুরে বাড়ি ফিরে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে দেখা যায় তার বাবা ফাঁস দিয়ে ঝুলছেন। খবর পেয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।