বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার
আসন্ন শারদীয় দুর্গোৎসব কে সামনে রেখে শুক্রবার বিকালে বগুড়া সাতমাথা টেম্পল রোডস্থ সনাতন ধর্ম মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া সদর উপজেলা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস।
সংগঠনের নেতৃবৃন্দদের মাধ্যমে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারাবছর মানুষের মাঝে একটি অপেক্ষা থাকে। ধর্ম যার যার উৎসব সবার এ স্লোগানকে সামনে রেখে আমাদের বাংলাদেশের শারদীয় দুর্গা পূজা উদযাপন হয়ে থাকে। দুর্গা পূজা ২০২৫ সফল করতে সবাই ঐক্যবদ্ধ থাকবো। দুর্গা মায়ের কাছে প্রার্থনা করবো দেশের মানুষের জন্য। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিজেদের সেচ্ছাসেবী তৈরি করতে হবে।
সভায় পর্যায়ক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন বগুড়া পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্মল রায়, সদর উপজেলার সেক্রেটারি আশীষ কুমার রায়, বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি পরিমল প্রসাদ রাজ, রিপন ঘোষ, রতন দাস, কমল আগাওরাল, সমরেশ দাস অনেকে। এসময় বগুড়া সদর উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন। এবার বগুড়া সদর উপজেলায় ১১৯টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।