তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:১০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

তারুণ্যের উৎসব উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বুধবার বেলা ১১টায় বাঁশো মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ এনামুল হক এর সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক(সিসি) ও ডিস্ট্রিক কনসালটেন্ট, এফপিসিএস-কিউআইটি ডাঃ মোঃ শামসুজ্জামান এবং সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম ফারুক। স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে ১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছাত্র-ছাত্রীদের মাঝে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিয়ে বিশদ আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মতামত গ্রহণ করেন। বক্তব্য শেষে ছাত্র ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি  বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র পুরস্কার বিতরণ করেন।