বগুড়ায় ওলামা মাশায়েখ পরিষদের সীরাতুন্নবী (সা:) পালিত
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৩ ।
বগুড়ার খবর
মঙ্গলবার রাতে বগুড়ার কলোনী মক্কা মসজিদে ওলামা মাশায়েখ পরিষদ ১২নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা:) শীর্ষক আলোচনা সভা ১২ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও সংগঠনের উপদেস্টা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। প্রধান মেহমান ছিলেন জামিল মাদরাসার সহকারী মহা পরিচালক আতাউল্লাহ নিজামী। বিশেষ অতিথি ছিলেন মুফতি কামরুল ইসলাম, আলহাজ¦ আব্দুল কাইয়ুম। আলোচনা পেশ করেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জাকারিয়া আল মুনসাফী, মাওলানা মুস্তাফিজুর রহমান,মাওলানা আব্দুল কুদ্দুস নন্দনী। আলোচকরা দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য কুরআন হাদিসের আলোকে জীবন গড়ার আহবান জানান।
আরও পড়ুন