বগুড়া লেখক চক্রের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:২২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে স্থানীয় ম্যাক্স মোটেলে আলোচনা সভা, কবিতা পাঠ ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাসানাত আলী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি কবি শেখ ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার এবং সভাপতি কবি ইসলাম রফিক।

 

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ শহীদুল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ হক (পিপি), সংগঠনের উপদেষ্টা ও বগুড়া ইয়ুথ কয়ারের সভাপতি আতিকুর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, প্রতিষ্ঠাতা সদস্য কবি মাহমুদ হোসেন পিন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহিদ আক্তার, গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির রহমান, কবি ফিরোজ শাহ, কথাসাহিত্যিক নাহিদ হাসান রবিন এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল।

 

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রশিদ প্রবাল, দুর্গাহাটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ময়নুল আহসান, বগুড়া লেখক চক্রের সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী, কবি সম্পাদক রবিউল আলম অশ্রু, তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক মোমিন শাওন, মজিদ হারুন প্রমুখ।

 

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সিকতা কাজল, জীবন সাহা, বিশ্বজিৎ দাশ, আমিনুল ইসলাম রঞ্জু, শাহাদত হোসেন, আবু রায়হান, মাহবুব টুটুল, প্রিয়ম পলাশ, এস এম আনিছুর রহমান, অনন্য রাসেল, শাকিবুল শাকিল এবং জিহাদ শাকিদার। আবৃত্তি করেন বাচিকশিল্পী অলক পাল, প্রত্ত সিদ্দিক এবং উচ্চারণ একাডেমির শিশুরা।